তিন বছর পর পেলেন সেই বহু প্রতিক্ষিত সংবাদ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: কাঁচরাপাড়ার ঘটক রোডের বাড়িতে বসেই পেলেন সেই বহু প্রতিক্ষিত সংবাদটা। মুকুল রায় ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি, এই খবরটা পেতেই ভেসে যান উচ্ছ্বাসের বন্যায়। অপ্রত্যাশিত এই খবরে সবাই আনন্দে উচ্ছাসে ভাসলেও ঘটক রোডের রায় বাড়ির কর্তার কাছে এই সংবাদ ছিল প্রত্যাশিতই। বহু উপেক্ষা, বহু অপমানের জবাব এই ‘সহ সভাপতি’ পদ। মুখ বুঝে চুপ চাপ অনেক কিছু সহ্য করছিলেন তিনি। রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্ব শুধু তাঁকেই অবজ্ঞা করে ক্ষান্ত হয় নি, তাঁর অনুগামীদের পর্যন্ত কোনো স্বীকৃতি দেন নি। বিজেপিতে তাঁর তিন বছরের রাজনৈতিক জীবনে ছোট বড় অনেক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেও দাম পাননি রাজ্য নেতৃত্বের কাছে, সোজা কথায় বলতে গেলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। বিভিন্ন সূত্রে শোনা যায়, অনেক ছোট বড় বিজেপি নেতা অনেক সময় মজার ছলে বলেন, ‘উনি যে এখনো বাইরে ঘুরে বেড়ান সেটাই তো অনেক বড় পাওনা তার কাছে’। যদিও বাংলার চাণক্য বলে পরিচিত মুকুল রায় অনেক বেশি গ্রহণযোগ্য ছিলেন দিল্লির নেতৃত্বের কাছে। অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়রা প্রকাশ্যে সার্টিফিকেট দিয়েছেন আগেই। এবার সহ সভাপতির আসনে বসিয়ে সবার মুখ বন্ধ করলেন জগৎ প্রকাশ নাড্ডা। তৃণমূল ছাড়ার তিন বছর পর বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে বসে মুকুল রায় জানান, ‘দলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়ে চ্যালেঞ্জ আরও বেড়ে গেল। দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সে বিহার ভোট হোক বা বাংলার ভোট, লক্ষ্য হবে বিজেপির জন্য জয় ছিনিয়ে আনা।