কলকাতা
তৃণমূলীদের জায়গা দিতে আমাকে সরানো হলো : রাহুল সিনহা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- বিজেপি দলের রদবদল করা হলো আজ। মুকুল রায়কে সর্বভারতীয় সহ-সভাপতি করা হলো । অনুপম হাজরা কেও সর্বভারতীয় সম্পাদক করা হয়েছে। এছাড়া সর্বভারতীয় দলের মুখপাত্র করা হয়েছে রাজু বিস্তকে । অনুপম হাজরা সর্বভারতীয় সম্পাদক পদে নাম ঘোষনা করতেই তীব্র কটাক্ষ করলেন পদ বিহীন রাহুল সিনহা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন তৃণমূলীদের জায়গা দিতে গিয়েই বিজেপিতে, আমাকে সরানো হলো । আমি আগামী ২ মাসের মধ্যে আমার সিদ্ধান্ত জানাবো হাইকমান্ডকে। এত বছর বিজেপি করার পর এই উপহার পেলাম।