ভোটের লক্ষ্যে দরাজহস্ত মুখ্যমন্ত্রী, পুজো উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা অনুদান রাজ্য সরকারের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: অতিমহামারীতে এবার বদলে যাচ্ছে শারোদোৎসবের পরিবেশ। আর তার মাঝেই পুজো উদ্যক্তাদের পাশে দাড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে পুজো কমিটিগুলোকে মিটিংয়ে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রীতিমত কল্পতরু হয়ে উঠলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের টাকা নেই পয়সা নেই সেটা ঠিক। তবে পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে রয়েছে। আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই। দান নয় ভালবাসা। এবার যেহেতু আপনাদের সমস্যা একটু বেশি রয়েছে। এ বার রাজ্য সরকার আপনাদের ৫০ হাজার টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে”।পাশাপাশি আছে এ উপরি বোনাসও। কি তা? মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, “যে হেতু পুজো কমিটিগুলো খুব সংকটে রয়েছে, তাই এ বছর দমকলকে কোনও ফি দিতে হবে না। পুরসভাও কোনও ফি নেবে না। আর সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদও বিদ্যুৎ মাশুলে ৫০ শতাংশ ছাড় দেবে!” ২০১৮ সাল পর্যন্ত দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দিত নবান্ন। কিন্তু গত বছর অর্থাৎ উনিশ সালে তা এক লাফে দেড়শ শতাংশ বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। সেই সঙ্গে বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ বারের ঘোষণা অতীতের সব রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে।