6 নয়, 8 অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের ডাক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক; বদলানো হল বিজেপির নবান্ন ঘেরাও অভিযানের তারিখ। আগামী 5 অক্টোবর যুব মোর্চার ডাকে নবান্ন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেই তারিখ বদল করা হল। 5 এর বদলে আগামী 8 অক্টোবর নবান্ন অভিযান করবে গেরুয়া শিবির। তার বদলে 5 অক্টোবর ব্লকে ব্লকে আম্ফান ও বাড়ি বন্টন দুর্নীতি নিয়ে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচী নেওয়া হবে। পাশাপাশি কৃষি ও শ্রম বিল নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছেন জে পি নাড্ডা। সূত্রের খবর, গতকাল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অক্টোবর-নভেম্বর মাস জুড়ে জেলায় জেলায় ভার্চুয়াল সভা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিতর্কিত কৃষি বিল- শ্রম বিল নিয়ে মানুষকে বোঝাতে হবে এই ভার্চুয়াল মিটিং এ। জে পি নাড্ডা’র পাশাপাশি বেশ কয়েকটি সভায় বক্তৃতা দিতে পারেন অমিত শাহ। সূত্রের খবর, বুধবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষেদের নির্দেশ দেওয়া হয়েছে যত সম্ভব গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলে একসঙ্গে কাজ করতে।এবং কোনভাবে যেন গোষ্ঠী কোন্দল বাইরে না আসে।