মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুমিরের মত কান্নায় কৃষকদের ব্যথা উপশম করতে পারবে না।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আজ সকালে পরপর তিনটি টুইট বার্তায় রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুমিরের মত কান্নায় কৃষকদের ব্যথা উপশম করতে পারবে না রাজ্যের গাফিলতিতেই বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে অংশ না নেওয়ায় পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ্য কৃষক ৮ হাজার ৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বেপরোয়া অবস্থান, বালিতে মুখ গুঁজে থাকা উট পাখির মতন বলে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন। রাজ্য পুলিশের উচিত কঠোরভাবে আইনের পথ অনুসরণ করা। পশ্চিমবঙ্গ সন্ত্রাস, অপরাধ এবং বেআইনি বোমা তৈরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তাঁর প্রশ্নের যে সংক্ষিপ্ত জবাব রাজ্য পুলিশের ডি.জি. দিয়েছেন। তা নিয়ে শ্রী ধনখড় তীব্র উষ্মা প্রকাশ করেছেন।