খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তরবঙ্গ সফর বাতিল।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আগামীকাল প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি যাওয়ার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা পিছিয়ে দেওয়া হল। করোনা আবহে মুখ্যমন্ত্রীর এই প্রথম জেলা সফর।নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে যাবেন উত্তরকন্যা’র কন্যাশ্রীতে। সেখানেই তিনি রাত্রিযাপন করার কথা। এরপর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠক ও পরের দিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই প্রশাসনিক বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্যবিধিতে।মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন সেই উত্তরকন্যা চত্বর গত কয়েকদিন ধরেই স্যানিটাইজ করার কাজ চলছে। প্রশাসনিক বৈঠকে যারা আসবেন তাঁদেরকেও স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। বৈঠকে আগত আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থাও সামাজিক দূরত্ব বিধি মেনে করা হয়েছে।