এন আই এ-র ভুমিকা নিয়ে ক্ষোভ নবান্নের।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: এন আই এ-র ভুমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল নবান্ন। মুর্শিদাবাদের তল্লাশি চালিয়ে ৬ আল-কায়দা জঙ্গী ধরা পড়ার ঘটনায় রাজ্যের প্রশ্ন, কেন রাজ্য সরকারকে না জানিয়ে কেন মুর্শিদাবাদে তল্লাশি চালানো হল? আর তা নিয়েই মূলত ক্ষোভ নবান্নের। তবে শুধুমাত্র নবান্ন নয়, এমনকী মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপারকেও তল্লাশির আগের মুহূর্ত পর্যন্ত কিছু জানায় নি এন আই এ। ধরপাকড় শেষ হয়ে যাওয়ার পর তা রাজ্য পুলিশকে জানায় এনআইএ। সূত্রের খবর, এ ঘটনায় নবান্ন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর পূর্বাঞ্চলীয় কর্তার কাছে এর ব্যাখ্যা চেয়েছে। শনিবার ভোরে কাক ডাকার আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আল কায়দা জঙ্গি সন্দেহে ৬ জন যুবককে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত এজেন্সি তথা এনআইএ। একই ভাবে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৩ জনকে। যে ৩ জনেরও বাড়ি মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদে এনআইএ-র তল্লাশির ঘটনায় শাসক দলের একাংশ নেতাও বিব্রত। তাঁরা মনে করছেন, এই ঘটনাকে সামনে রেখে রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা তীব্র করে তুলতে পারেন অমিত শাহরা। সেই প্রেক্ষাপট রচনা করার জন্যই রাজ্য সরকারকে এড়িয়ে এ সব ধরপাকড় করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রয়েছে এনআইএ-র উপর। আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়লেও এ ধরনের তল্লাশির ক্ষেত্রে এনআইএ রাজ্য পুলিশকে আগাম জানাতে বাধ্য নয়।