জঙ্গি কার্যকলাপ নিয়ে তৃণমূল সরকারের দিকে আঙ্গুল তুললেন অধীর চৌধুরী।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির ঘটনা নিয়ে রাজ্যে তৃণমূল সরকারের দিকে আঙ্গুল তুললেন লোকসভায় কংগ্রেস নেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী।
আজ ভোরবেলায় আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মুর্শিদাবাদ থেকে ৬ যুবক গ্রেফতার হওয়ার পর এক বিবৃতিতে অধীরবাবু বলেন, “এ ঘটনা যারপরনাই উদ্বেগের বিষয়। আল কায়দার মতো জঙ্গি সংগঠনের শিকর যদি বাংলায় গজাতে শুরু করে তা হলে বুঝতে হবে পরিস্থিতি খুবই ভয়াবহ”। প্রদেশ কংগ্রেস সভাপতি গোয়েন্দা ব্যর্থতার দায় চাপাতে চান নবান্নের উপর। তাঁর কথায়,“বাংলায় পুলিশ তৃণমূলকে বাঁচাতেই ব্যাস্ত। জঙ্গি নেটওয়ার্ক খোঁজার সময় কোথায় তাদের। “মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসলে পুলিশ দিয়েই দলের সাংগঠনিক কাজ করাচ্ছেন। কোন বিরোধী নেতাকে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে, কাকে চমকে তৃণমূলে আনতে হবে এসবই তাদের এখন প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে”।
২০২১ এ ভোট তার আগে মুর্শিদাবাদের এঈ ঘটনা যে রাজ্য রাজনীতিতে বড় রসদ হয়ে উঠতে পারে তা এখনই পরিষ্কার। অধীরবাবু বলেন, “রাজনীতি করার জন্য বা এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপানোর জন্য এ কথাগুলো বলছি না। বাংলায় পুলিশি ব্যর্থতার কথা জলের মতো স্বচ্ছ। কয়েক বছর আগে খাগড়াগড়ে একটা বাড়িতে বিস্ফোরণ হওয়ার পর জানা গিয়েছিল যে সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। বাজার করে খাওয়া দাওয়া করছিল এবং বহাল তবিয়তেই ছিল সেখানে। অথচ পুলিশ জানতেই পারলো না। বিস্ফোরণ না ঘটলে হয়তো জানতে পারতও না। শুধু তৃণমূল সরকারকেই নিশানা করেননি অধীরবাবু। পরোক্ষভাবে কেন্দ্রে শাসক দলেরও সমালোচনা করেছেন। তাঁর মতে ভারতবর্ষ এখন এক অদ্ভূত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে এক দল। তাতে সমাজের এক শ্রেণির মানুষ অরক্ষিত বোধ করছেন।