টুইটে ফের রাজ্যকে আক্রমণ রাজ্যপালের।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ফের রাজ্যকে নজিরবিহীন আক্রমণ রাজ্যপালের। এই প্রথম না। এর আগেও একাধিকবার সংঘাতে জড়িয়েছে রাজভবন- নবান্ন। এবার বাংলায় দিন দিন বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। দায়িত্ব নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত লেগেই রয়েছে রাজ্যপালের। রাজ্য দিন দিন বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলেই তোপ রাজ্যের সাংবিধানিক প্রধানের।উল্লেখ্য আজই বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার সকালে কেরলের এর্নাকুলামের পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি ও রানীনগর এলাকায় মোট ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালান এনআইএ’র তদন্তকারীরা। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে ৬ জন ও আল কায়দা জঙ্গি গ্রেপ্তার করে এনআইএ। ধৃতদের কাছ থেকে বোমা তৈরির উপাদান, দেশীয় পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জেহাদি কাগজপত্র-সহ অনেক জিনিস উদ্ধার হয়েছে। এর পরই শনিবার ফের পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মূলত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্য দিন দিন বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলেই টুইটে তোপ দাগেন ধনকড়। প্রশ্ন তোলেন রাজ্যের পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও।