যাত্রীদের পৌছে দিতে পরিষেবা বাড়ানো হতে পারে চক্ররেলের।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,কলকাতা:- লোকাল ট্রেন চালু হলে শহর কলকাতায় বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌছে দিতে পরিষেবা বাড়ানো হতে পারে চক্ররেলের। ভিড় সামলানোর জন্যে রাজ্যের সাথে কথা বলে ক্রাউড ম্যানেজমেন্ট প্রটোকল তৈরি করবে রেল। বিকল্প হিসেবে চক্ররেলকেই এগিয়ে রাখছে তারা। বিধাননগর, শিয়ালদহ স্টেশনে যেসব যাত্রীরা আসেন তাদের ৮০ শতাংশ যাত্রী স্টেশন থেকে বেরিয়ে অটো, বাস, ট্যাক্সি ধরে তারা কলকাতার বিভিন্ন প্রান্তে কর্ম ক্ষেত্রে চলে যান। রেলের সমীক্ষা অনুযায়ী, একটা বড় অংশ শ্যামবাজার, বড়বাজার, ডালহৌসি, বালিগঞ্জ, যাদবপুর চত্বরে যান। অনেকে শিয়ালদহ স্টেশনে নেমে ফের ট্রেন বদলে যাতায়াত করেন। এই বড় অংশের মানুষকে যদি চক্ররেল দিয়ে কলকাতা, টালা, বড়বাজার, বিবাদী বাগ, প্রিন্সেপ ঘাট সহ একাধিক স্টেশনে পৌছে দেওয়া যায় তাহলে শিয়ালদহ ওপরে একদিকে যেমন চাপ কমবে ঠিক তেমনই মানুষের যাতায়াত সহজ হবে বলে ধারণা করছে রেল। ইতিমধ্যেই এই প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, গুরুত্ব বাড়ছে চক্ররেলের। চক্ররেলে বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যা। আসল উদ্দেশ্য বিধাননগর ও শিয়ালদহ স্টেশনের ওপর চাপ কমাতে এই লাইনের গুরুত্ব বাড়ানোর। পূর্ব রেল ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনা সেরেছে।