বিজেপির উত্থান নিয়ে হিম্মত থাকলে বিতর্কে আসুন, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ অধীরের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: এবার সরাসরি তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ অধীর চৌধুরীর। বাংলায় বিজেপিকে রাজনৈতিক “স্পেস” করে দেওয়ার জন্য বরাবরই তৃণমূলকে কাঠগড়ায় দাড় করিয়েছে বিরোধীরা। পাল্টা কখন সিপিএম আবার কখন কংগ্রেসকে বিজেপির উত্থানের জন্য দায়ী করেছে রাজ্যের শাসকদল। এমনকি অভিযোগ, গত লোকসভা নির্বাচন থেকেই মুর্শিদাবাদ জেলায় বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে কংগ্রেস-আরএসএস যোগ নিয়ে প্রচারও করে জোড়া ফুল শিবির। এবার রাজ্যে বিজেপির উত্থানের পিছনে তৃণমূলকে দায়ী করে চ্যালেঞ্জ জানালেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এমনকি খোদ মমতা বন্দোপাধ্যায়কেই এই ইস্যুতে তার সঙ্গে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার বক্তব্য, ” একবার আয়নার সামনে দাড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। যে বিজেপির জ্ন্য আপনাদের দু:স্বপ্ন বেড়ে যাচ্ছে, সেই বিজেপিকে বাংলায় কে এনেছে? এই বাংলায় বিজেপিকে যদি কেউ এনে থাকে সেটা তৃণমূল।” প্রসঙ্গত, এর আগে অটলবিহারী বাজপেয়ীর আমলে এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন মমতা বন্দোপাধ্যায়। এমনকি তৃণমূলের সঙ্গে জোট করে দমদম-কৃষ্ণনগর থেকে দুই বিজেপি সাংসদ ও নির্বচিত হন। সেই প্রসঙ্গ তুলে অধীরের প্রশ্ন, “কে এনডিএ সরকারে মন্ত্রী ছিলেন? কে দিল্লিতে আর এস এসের সভায় গিয়ে বলেন উনি গর্বিত? আমি উনাকে বলব কংগ্রেসকে ইট ছোরার আগে নিজেরা একবার আয়নার সামনে দাঁড়ান।” এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য,” আমি চ্যালেঞ্জ করছি এই বাংলায় বিজেপিকে কে এনেছে তা নিযে বিতর্ক হোক। আমি যাব ক্ষমতা থাকলে আসুন। আছে হিম্মত?” পরিযাযী শ্রমিকদের বিষয় তুলেও তৃণমূলকে একহাত নেন তিনি।