গান গেয়ে আগমনীর বার্তা মুখ্যমন্ত্রীর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের “আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোক মঞ্জির…।’ যেন মায়ের আগমনি বার্তা বহন করে নিয়ে আসে প্রতিবার। এবারও ব্যতিক্রম নয়। তবে এবার দেবীর বোধনেই করোনাসুরের বিনাশ হবে। মহালয়ায় এই প্রার্থনা আর বিশ্বাস নিয়েই দুর্গাপুজোর দিন গোনা শুরু হল বাঙালির। আর এবারের এই মহালয়াতে শারদীয়ার গান গেয়ে দেবী দুর্গাকে শারদ অর্ঘ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লেখা ছবি আঁকা থেকে গান লেখা ও সুর করা মুখ্যমন্ত্রীর অন্যতম প্যাশন। হাজারো কাজের মধ্যেও নিজের মতো করে সময় বের করে নেন এই প্যাশনগুলির জন্য। এবার মহালয়ায় খানিকটা ভিন্ন ভূমিকাতেই পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মায়ের আগমনির সুর তাঁর কণ্ঠে। ‘জাগো, তুমি জাগো, জাগো দুর্গা…’, মহিষাসুরমর্দিনীর এই অতি পরিচিত গানটি গেয়েই মা দুর্গাকে শারদ অর্ঘ্য নিবেদন করলেন তিনি। ফেসবুকে নিজের পেজেই গানের ভিডিওটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। করোনার দাপটের পাশাপাশি সাইক্লোন আমফানে তছনছ হয়েছিল বাংলা। বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে বসিরহাট-সুন্দরবন-সহ বহু এলাকা। প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে বাংলা। মহালয়ায় দেবী দুর্গার কাছে তাই মুখ্যমন্ত্রীর প্রার্থনা, সব বাধা দূর করে ফের মাথা তুলে দাড়াক বাংলা। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, “মা আসছেন। শারদীয়ার শুভক্ষণে জাগছে আলোর ভুবন। মা দুর্গার আগমনে মুছে যাক সমস্ত গ্লানি, ঘুচে যাক জরা। ব্যাধির প্রকোপকে জয় করে, প্রাকৃতিক দুর্যোগে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির বাধা টপকে বাংলা এগিয়ে যাক উন্নতির শিখরে। বাংলার সমস্ত মানুষের জন্য মঙ্গল কামনা করে মহালয়ার পুণ্য তিথিতে মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে আমার শারদ অর্ঘ্য নিবেদন করলাম।” এদিন ভোরেই সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গানে গানে শারদীয়ার সূচনা করলেন।