বিশিষ্ট ফ্যাশন ডিসাইনার শর্বরী দত্তর অস্বাভাবিক মৃত্যু।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বৃহস্পতিবার রাতে বিশিষ্ট ফ্যাশন ডিসাইনার শর্বরী দত্তর ব্রড স্ট্রিটের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। 63 বছরের শর্বরী দত্ত ব্রড স্ট্রিটের বাড়িতে একাই থাকতেন। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন তাকে ফোন করে পাওয়া যায় নি। রাত ১২:১৫ মিনিট নাগাদ শর্বরী দত্তের বাসভবনের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, তেমন কোনো অসুস্থতা ছিল না তাঁর। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এককালের জনপ্রিয় কবি অজিত দত্তের কন্যা শর্বরী দত্ত উত্তরসূরি হিসাবে রেখে গেলেন পুত্র ফ্যাশন ডিসাইনার অমলিন দত্তকে। কলেজ জীবন শেষ করেই তিনি ফ্যাশন জগতে প্রবেশ করেন। ধাপে ধাপে তিনি ফ্যাশন দুনিয়ায় শিখরে পৌঁছান। পুরুষদের রঙ্গীন ধুতির চল তার হাত ধরেই আত্মপ্রকাশ করে।