তৃণমূল বিধায়কের “খুন” এর কেসে চার্জশিটে মুকুলের নাম না থাকা নিয়ে জল্পনার উত্তর দিলেন মুকুল

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : নদিয়ার কৃষ্ণ গঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের মামলার সিআইডির দেওয়া চার্জশিটে নাম জড়িয়েছে রানাঘাট-এর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। তবে এই চার্জশিটে নাম নেই মুকুল রায়ের। আছে সন্দেহভাজন হিসাবে। আর এই নিয়েই শুরু হয় জল্পনা। তবে কি মুকুল সম্পর্কে ‘”নরম”তৃণমূল? ইতিমধ্যে এই মামলায় নাম জড়িয়েছে জগন্নাথ সরকারের। তাই আপাতত স্বস্তি মুকুলের। আর এই নিয়েই প্রশ্ন। তবে কি ফের পুরনো দলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্চেন মুকুল? তবে এই নিয়ে নিজের স্ট্যান্ড স্পষ্ট করে দিলেন এই বিজেপি নেতা। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তবে রাজ্য বিজেপিতে খুব একটা গুরুত্ব পাচ্ছেন না তিনি। এমনকী বর্তমানে রাজ্য বিজেপিতে দিলীপ-মুকুল গোষ্ঠীর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছেই। আর একাংশের দাবী, এই কারণেই ফের পুরনো দলে ফিরতে চাইছেন তিনি। আর সেই কারণেই তার প্রতি নরম তৃণমূল। যদিও এই স মস্ত জল্পনাই উড়িয়ে দিলেন স্বয়ং মুকুল রায়। তার বক্তব্য,” সন্দেহভাজনকে যে কোন সময় চার্জশিট এ নাম ঢুকিয়ে দিতে পারে। সব করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় ইচ্ছেকৃতভাবে অভিযুক্ত করছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিযুক্ত করা হচ্ছে। ৪৪ টা মামলায় অভিযুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি।” অপরদিকে মুকুল রায়ের নাম বাদ দিয়ে জগন্নাথ সরকারের নাম চার্জশিটে থাকাটা আসলে দলের মধ্যে ভাঙন ধরানোর চক্রান্ত বলে মত দিলীপ ঘোষের। তার মতে, ” ফেক কেস দিয়ে এক জনকে ছাড় দিয়ে আর একজনকে ফাসিযে দেওয়ার পিছনে বড় চক্রান্ত কাজ করছে। এর ফলে দলের মধ্যে ভাঙন ধরাতে চাইছে তৃণমূল। আমি মনে করি দুজনকেই ফেক মামলা দেওয়া হযেছে।”