বিজেপি ফড়েদের নিয়ন্ত্রণ করে, ওদের কাছে যাবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: মঙ্গলবার বিধায়ক বেচারাম মান্নার ফোনের মাধ্যমে সিঙ্গুরে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। এদিন আলু, পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি ফড়েদের নিয়ন্ত্রণ করছে। চাষীদের থেকে আলু, পেঁয়াজ কম দামে কিনে তা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আলু, পেঁয়াজের দাম এই কারণেই বাড়ছে। সবই যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ খাবে কী।’ এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘সিঙ্গুরে কৃষি ও শিল্প একই সঙ্গে হবে। ফলে এই এলাকায় আরও উন্নতি হবে।’ সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, তাতে অনেক মানুষের চাকরি হবে বলেও জানিয়েছেন তিনি।সারের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া, বীজ ও সারের দাম বৃদ্ধি, চাষের যন্ত্রাংশের দাম বৃদ্ধি সহ একাধিক অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। রাজ্য কিষাণ ক্ষেত মজদুর সভাপতি বেচারাম মান্নার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে এদিন সিঙ্গুরেও আন্দোলনে সামিল হয় তৃণমূল। বেচারাম মান্নার ফোনের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মুখে আঙুর ফলের কথা বলবে। কিন্তু তাদের কাছে যাবেন না। কেননা আঙুর ফল হল টক। তিনি বলেন, লড়াই করলে তৃণমূলই করবে, মরলে তৃণমূল মরবে। জীবনদান করতে হলে তাও তারাই করবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ছোট ভুল হলে তা সংশোধন করতে হবে।