যুব মোর্চার নবান্ন অভিযানের ডাক ৬ অক্টোবর।

নিউস বেঙ্গল 365 নিউসডেস্ক: যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ আগেই জানিয়েছিলেন, সেপ্টেম্বারের শেষের দিকে নবান্ন অভিযানের ডাক দেবেন এবং সেই সঙ্গে এও জানিয়েছিলেন, একমাসে রাজ্যব্যাপী একলক্ষ সভা করবেন। তবে সেপ্টেম্বরের শেষে না করে অক্টোবরের শুরুতে অর্থাৎ ৬ অক্টোবর নবান্ন অভিযান করা হবে জানিয়েছেন বিজেপির যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।যুব মোর্চার সভাপতি জানিয়েছেন, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, কর্মীদের ওপর হামলা, রাজ্যে গণতন্ত্র লুঠের অভিযোগে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করতে চায় বিজেপির যুব মোর্চা। সংসদ চালু থাকলেও সাংসদ ও যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সদস্যদের সক্রিয় করে তুলতে এইমুহূর্তে জেলায় জেলায় সফর করছেন।