কলকাতা
পেঁয়াজ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কলকাতা: প্রবল বর্ষণে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় পেঁয়াজ রফতানি আপাতত নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। সোমবার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এর মহাপরিচালক অমিত যাদবের স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে 'এই মুহূর্ত থেকে সমস্ত ধরনের পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ।'পেয়াঁজ রফতানি নিয়ে কেন্দ্রের নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গে উত্তর ২৪ পরগনার দুই মহাকুমার সীমান্তে আটকে গেল ৫০০ লরি পেয়াঁজ। প্রায় ১২০০০ টন পেঁয়াজ আটকে যার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। চিন্তায় পরে গেছে ট্রাক চালক থেকে ব্যাবসায়ীরা। বিভিন্ন সীমান্তে আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাক ঘিরে ব্যাপক উদ্বেগ দেখা যাচ্ছে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া এবং শ্রীলংকা অসুবিধার মধ্যে পরবে। উল্লেখ্য, ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ রফতানিকারক দেশ হিসাবে পরিচিত এবং ভারতের পেঁয়াজের উপর এই সমস্ত দেশগুলি নির্ভর করে।