পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কলকাতা:- পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার, সঙ্গে বাংলার আবাস যোজনায় বাড়ি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ৮০০০ পুরোহিতের তালিকা আমরা আপাতত পেয়েছি। তাঁদের পূজোর মাস থেকে ১০০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, যাঁদের বাড়ি নেই তাঁদের বাংলার আবাস যোজনার বাড়ি দেওয়া হবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সনাতন ধর্মের অনেকেই একটা অনুরোধ করেছেন তাঁদের জন্য তীর্থস্থান গড়ে দেওয়ার জন্য। আমরা তা গড়ার জন্য কোলাঘাটে জমি চিহ্নিত করেছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আজ হিন্দী দিবস। বাংলা মাতৃভাষা হলেও বাঙালিরা সমস্ত ভাষাকেই সম্মান করেন। কোনও ভাষাকে অবজ্ঞা করা হয় না। তাঁর কথায়, ‘আমরা ২০১১ সালেই একটি হিন্দী অ্যাকাডেমি গঠন করেছিলাম, আজ হিন্দী অ্যাকাডেমি কমিটিও গঠন করছি। এছাড়া দলিত সাহিত্য অ্যাকাডেমিও গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।