কয়লা, গরু আর বালি পাচারের টাকা গিয়ে জমা হয় কালীঘাটে পিসির মন্দিরে: সায়ন্তন বসু

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,কলকাতা: আসানসোল পুরসভার হোর্ডিং বিকৃতি কাণ্ডে যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্য বিজেপি নেতৃত্ব গলার স্বর ছড়িয়েছেন। এবার সব কিছুকে ছাপিয়ে গিয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিল। সায়ন্তন বসু বলেন, ‘তৃণমূল নেতা মানেই কয়লা পাচার, তৃণমূল নেতা মানেই গরু পাচার, তৃণমূল নেতা মানেই বালি পাচারের সঙ্গে যুক্ত’। তিনি বলেন, ‘কয়লা, গরু আর বালির বাইরে তো তাদের আর কোনো কাজ নেই। কয়লা, গরু আর বালি পাচারের টাকা তুলে সব গিয়ে জমা হয় কালীঘাটে পিসির মন্দিরে’। সায়ন্তন কটাক্ষ করে বলেন, ‘আগে যেখানে মায়ের মন্দির ছিল, এখন সেখানে পিসির মন্দির শুরু হয়েছে’। তিনি আরো বলেন, ‘তৃণমূল নেতাদের কয়লা পাচারের প্রত্যেকটা হিসেব আমাদের কাছে আছে’। সায়ন্তন বসু অভিযোগ করেন, যদি রাতে পুরুলিয়া, বাঁকুড়া বা দুর্গাপুর থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতা ফেরার সময় দেখা যাবে সারি দিয়ে লরি দাঁড়িয়ে রয়েছে আর পুলিশ পয়সা তুলছে।সায়ন্তন বসু গ্রেফতার হওয়া বাপ্পা চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করে পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাঁকে কত দিন আটকে রাখবেন? পুলিশকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল করে করে দেয়ার হুমকি দেন। তিনি আরো বলেন, এলাকার যেসব তৃণমূল নেতা বিজেপি কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছে, তারা কী কী কাজ কারবার করে তা খোঁজ করুন, খবর করুন আর বিজেপি নেতৃত্বকে জানান। সায়ন্তন বসু বলেন, ‘এখন শুধু ট্রেলার, ভোটের আগে পুরো সিনেমা দেখানো হবে’।