করোনা বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হল মেডিকেল প্রবেশিকা পরীক্ষা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : সারা দেশে করোনা বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল। এদিন পরীক্ষা শুরু হয়েছিল দুপুর দুটো থেকে এবং পরীক্ষার সময়কাল ছিল তিন ঘন্টা। ন্যাশনাল টেস্টিং এজেন্সী বা এনটিএ দ্বারা পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় মেডিকেল কোর্সে ভর্তির জন্য সারা দেশে ১৫ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় বসলেন। করোনা মহামারীর মধ্যে দু’বার এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও এবং পরীক্ষা নিয়ে একাধিক রাজ্যের আপত্তি সত্ত্বেও মেডিকেল প্রবেশিকা পরীক্ষা হল কঠোর সতর্কতা অবলম্বন করে।এনটিএ জানিয়েছিল, মেডিকেল প্রবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে করোনা বিধি মেনে। 3,843 কেন্দ্রে মোট 15.97 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় বসার জন্য নথিবদ্ধ করিয়েছিলো নিজেদের নাম। প্রতি কক্ষে পরীক্ষার্থীর সংখ্যা আগের ২৪ থেকে কমিয়ে ১২ করা হয়েছে। এই পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সী বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছিল।পরীক্ষার্থীদের কম হিল-সহ চপ্পল এবং স্যান্ডেল পরতে হয়। পরীক্ষার্থীদের হাফ হাতা হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছিল। ফুলহাতা টি-শার্ট, বড় বোতামযুক্ত পোশাক এবং গহনা নিষিদ্ধ ছিল।