দক্ষিণেশ্বর মন্দিরের চাঁদনি ঘাট, বকুলতলা এবংপঞ্চবটী ঘাটে তর্পণে জারি হল নিষেধাজ্ঞা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- করোনা মহামারীর কারনে এবার দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটে তর্পণে জারি করা হল নিষেধাজ্ঞা। তবে ওই দিন মন্দিরের গেট বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
১৭ সেপ্টেম্বর মহালয়া। প্রতি বছরই মহালয়ায় দক্ষিণশ্বর মন্দিরে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। ভোরের আলো ফোটার আগেই ভরে যায় চাঁদনি ঘাট, বকুলতলা এবং পঞ্চবটী ঘাট। তবে এবার ওই দিন মন্দিরে প্রবেশ দ্বার বন্ধ রাখার প্রস্তাব জানিয়ে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। সরকারের যে বিধিনিষেধ আছে সেটিকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে ডিসি (দক্ষিণ) আনন্দ রায় জানিয়েছেন মন্দির প্রাঙ্গণে ওই দিন অগণিত মানুষ ভীড় করবে। তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
দক্ষিণেশ্বর মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী সাংবাদিকদের বলেন করোনা মহামারীর কারণেই এ বার তিনটি ঘাটেই তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায় সে দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে । তর্পণের ভিড় মূলত সকালে হয়। কিন্তু অনেকেই দেবীপক্ষের শুরুতে দিনভর মাতৃ দর্শনে আসেন। পাশাপাশি মন্দিরে সব রকম সুরক্ষা বিধির ব্যবস্থা মেনে ও ভক্তদের কথাও বিবেচনা করে মন্দির খোলা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পুরো বিষয়গুলো নিয়ে পুলিশের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানিয়েছেন সম্পাদক কুশল চৌধুরী।