পরিবহন দফতরের ‘পথদিশা’ অ্যাপে মেট্রো ই পাস পাওয়া যাবে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আপনি অফিস বা ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন। অপেক্ষা করছেন সরকারি বাসের জন্য। কিন্তু কখন আসবে সেই বাস তা নিয়ে হামেশাই চিন্তায় থাকি আমরা সাধারণত, সে বিষয়ে কিছুই জানতে পারিনা। সেই সমস্যার সমাধান করতে পারে পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের ‘পথদিশা’ অ্যাপ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, কয়েকদিন পর থেকেই কার্যত পুরোদমে শুরু হবে রাজ্যের সব সরকারি-বেসরকারি অফিস। ৭০ শতাংশ কর্মীদের অফিসে ফেরাবে সরকার। তবে বেসরকারি অফিসের ক্ষেত্রে সেরকম কোনও বাধ্যবধকতা রাখা হয়নি। তবে কত কর্মী অফিসে এসে কাজ করবেন তা বেসরকারি সংস্থাগুলিই ঠিক করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও সরকারি বাসের জন্য আপনি যে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন সেখানে বাস পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কোথায় রয়েছে বাস ইত্যাদি প্রশ্নগুলির উত্তর খুঁজে নিতে যাত্রীদের সাহায্য করবে ‘পথদিশা’ অ্যাপ। অন্যদিকে পথদিশা অ্যাপে মেট্রো ই পাস পাওয়া যাবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা মেট্রোয় চাপতে গেলে লিঙ্ক থেকেই প্রয়োজনীয় অনুমতি নিতে হবে যাত্রীদের। লিঙ্কে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। প্রথমে একটি প্রশ্ন থাকবে, যাত্রী কোন ভাষায় কাজ চালাতে চাইছেন। বাংলা, ইংরেজি ও হিন্দি – এই তিন রকমের ‘অপশন’ থাকবে। এর পরে যাত্রীকে নিজের নাম লিখতে হবে। তার পর আসবে তিনটি অপশন। কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন, কোথায় নামবেন এবং কোন সময় তাঁর যাত্রা শুরু করতে চান।’ সফটওয়্যার ডেভেলপার সঞ্জয় বলছেন,নাম লেখা বাদ দিয়ে বাকি সবক’টিই অপশনে ক্লিক করার বিষয়। মোট সময় লাগবে ১০-১৫ সেকেন্ড। যাঁদের মোবাইল আছে, তাঁরা ফোনে কিউআর কোড পাবেন। যাঁদের ফোন নেই, তাঁদেরও সমস্যা হবে না। তাঁরা যে কোনও ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লিঙ্কে ক্লিক করে কিউআর কোড পাবেন। সেটা প্রিন্ট করিয়ে নিলেই হবে।