নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: দিলীপ ঘোষের পর কৈলাস বিজয়বর্গীয়। পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন রাজ্যের দাযিত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। আজ নব নিযুক্ত বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের ভারচুয়াল সভামঞ্চ থেকে পুলিশকে নিশানা করে কৈলাসের হুমকি, “যেসব পুলিশ আধিকারিকরা তৃণমূলের গুন্ডাদের সঙ্গে মিলে এ রাজ্যে অরাজকতায় মদত দিচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে সেই আধিকারিকদের জেলে যেতে হবে।” দিনকয়েক আগে একইভাবে দলীয় কর্মসূচির মঞ্চ থেকে পুলিশকর্মীদের তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। ক্ষমতায় আসলে পুলিশকর্মীদের তাঁদের বউবাচ্চার সঙ্গে দেখা করতে দেবেন না বলে হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দিলীপ ঘোষকে পালটা জবাব দেয় তৃণমূল। তার রেশ কাটতে না কাটতেই ফের কৈলাস বিজয়বর্গীয়র পুলিশকে হুঁশিয়ারি নিয়ে চলছে জোর আলোচনা। এদিনের ভারচুয়াল সভামঞ্চ থেকে বাংলায় সরকার গড়ার আশাও প্রকাশ করেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “বিজেপি বাংলায় সরকার গড়বে। পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন করবে। মোদির নেতৃত্বে সোনার বাংলা হবে। নতুন শিল্প আসবে। বন্ধ কলকারখানা খুলবে। বদলে যাবে বাংলার মানচিত্র।” পাশাপাসি কাটমানি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন,” এই রাজ্যে সব কাজে কাটমানি দিতে হয়। আমরা সেটা বন্ধ করব।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার।
February 25, 2021