নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আগামী রবিবার ১৩ই সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঐ দিন নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে সকাল ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো রেল চলবে। আপ-ডাউন মিলিয়ে সেদিন ৬৬ টি ট্রেন চালানো হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে। পরীক্ষার্থী এবং তাঁদের অভিবাবকদের জন্য বিশেষ কার্ড টিকিট ইস্যু করা হবে। কোনো টোকেন দেওয়া হবে না। মেট্রো স্টেশনের গেটে, পরীক্ষার্থীদের বৈধ অ্যাডমিট কার্ড দেখাতে হবে। যাত্রীদের সামাজিক দূরত্ব-সহ সরকারি সবরকম বিধি মেনে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। এদিকে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, কোভিড-১৯ অতিমারীর আবহে মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য নিট পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষকে সবরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে