কলকাতা
বর্তমান পরিস্থিতির কারণে এবার ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে ১৫ জানুয়ারি করা হয়েছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- করোনা মহামারীর কারনে পিছিয়ে গেলো ভোটার তালিকা প্রকাশের কাজ। ভোটারদের নাম তোলার কাজ সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যায়। চলতি পরিস্থিতিতে এবার সেটাই নভেম্বর মাস থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। তবে এবার জানুয়ারি মাসে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। রাজ্যের মতামত পেতেই তোড়জোড় শুরু করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়েই বিধানসভা নির্বাচন হবে। উপনির্বাচনও হবে নির্দিষ্ট সময়ে। এখনই উপনির্বাচন না করানোর আর্জি জানিয়ে কয়েকটি রাজ্যে দারস্থ হয়েছিল কমিশনে। কিন্তু তা খারিজ হয়ে গিয়েছে।