কলকাতা
অধীরেই ভরসা হাইকমান্ডের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: প্রয়াত সোমেন মিত্রের ছেড়ে যাওয়া চেয়ারে বসলেন অধীররঞ্জন চৌধুরী। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ। এর আগে ২০১৪-১৮ এই পদে ছিলেন তিনি। সোমেন মিত্রের মৃত্যুর পর প্রথমের দিকে প্রদীপ ভট্টাচার্যকে এই পদে নিয়ে আসার কথা ভাবা হয। পরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে অধীর চৌধুরীর হয়ে সওয়াল করেন। বদলে যায় সমীকরন। শেষ পর্যন্ত ফের রাজ্য কংগ্রেসের সেনাপতি হলেন অধীররঞ্জন চৌধুরী।