কলকাতা
কঙ্গনা রানাওয়াতের ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে টুইট সাংসদ মহুয়া মৈত্রর।
নিউস বেঙ্গল 365, কলকাতা: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে এ বার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন ‘টুইট করে কাটানো’ বলিউড তারকাদের ওয়াই প্লাস নিরাপত্তা দিয়ে অর্থের অপচয় করা কেন হচ্ছে , যেখানে ভারতে প্রতি এক লক্ষ জনসংখ্যায় পুলিশ রয়েছেন মাত্র ১৩৮ জন । বিশ্বের ৭১টি দেশের মধ্যে সাধারণ মানুষকে পুলিশি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভারত নীচের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘অন্য কোনো মহৎ উদ্দেশ্যে কি এই টাকা কাজে লাগানো যেত না ‘? কঙ্গনা রানাওয়াতকে নিরাপত্তা দেওয়া নিয়ে মহুয়া মৈত্রর টুইটে সরগরম রাজ্য রাজনীতি।