দক্ষিন ২৪ পরগণায় “শ্যুট আউট”, বিজেপি সমর্থক এক মহিলাকে মাথায় গুলি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: দক্ষিন ২৪ পরগনায় শ্যুট আউট। ঘটনাটি ডায়মন্ডহারবারে। অপরাধে, বিজেপি করার “অপরাধ”এ গুলি করা রাধারাণী নস্কর নামক এক মহিলাকে । আশন্কাজনক অব্স্থায তাকে এস এস কেমে ভর্তি করা হয়েছে। অভিযোগ এর তীর তৃণমূলের দিকে। বিজেপির দাবী, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার; বিষ্ণুপুর ৪ নং মন্ডলের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ; শ্রীমতী রাধারানী নস্করের মাথা লক্ষ্য করে গুলি চালায কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় সুত্রে খবর, সোমবার সকাল ১১ টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুদেবপুর অঞ্চলে এই ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় নেপালগঞ্জ আরোগ্য নিকেতন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও খারাপ হলে, নেত্রীকে কলকাতার পিজি হাসপাতালে; রেফার করা হয়। অভিযোগ, তার স্বামী বিজেপির স্থানীয় বুথ কমিটির সভাপতি 7 অরুণ নস্করের খোজে আসে দুষ্কৃতীরা । অভিযোগ, বিজেপি করেন বলেই এই দম্পতিকে খুন করার চেষ্টা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ; অরুণবাবুর খোঁজে তাঁদের বাড়িতে চড়াও হয় একটি দুষ্কৃতী দল। তাঁকে না পেয়ে; বাড়িতে ভাঙচুর করতে শুরু করে তারা। প্রতিবাদ করলে রাধারানীকে; মারধর করা হয়। এরপরই তাঁকে লক্ষ্য করে; গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি লাগে মাথার পিছনে বাঁদিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারানী। সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনার জেরে উত্তপ্ত গোটা এলাকা। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে; তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, মৈনাক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু করেছে; থানার স্পেশ্যাল টিম।” ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন; ডিএসপি জীবনেশ রায়। পুলিশ পিকেট বসানো হয়েছে। গোটা ঘটনা নিযে প্রথমে মহিলা মোর্চা সভাপতি অগ্নিমত্রা পল ও পরে বিজেপি রাজয সভাপতি দিলীপ ঘোষ একহাত নেন রাজ্যের শাসকদলকে। এদিন এস এস কে এমে আহত নেত্রীকে দেখতে যান অগ্নিমিত্রা পল। তার বক্তব্য,” একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে শুধুমাত্র বিজেপি করার অপরাধে একজন মহিলাকে আক্রান্ত হতে হচ্ছে। আসলে বিজেপি হাওয়ায় পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। ওদের গুন্ডাবাহিনী এই কাজ করেছে।” অপরদিকে দিলীপ ঘোষ বলেন, ” তৃণমূল এখন খুন-সন্ত্রাসের রাজনীতিতে মনোযোগ দিয়েছে।” যদিও এর সঙ্গে তৃণমূলের যোগ নেই বলে মত পার্থ চটটপধ্যাযের। তার বক্তব্য, ” সবেতেই তৃণমূল দেখছে ওরা। এর সঙ্গে দলের কেউ জড়িত নয়।”