নিউস বেঙ্গল 365, নিউস ডেস্ক: সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনৈতিক ও অরাজনৈতিক দুনিয়ায় চর্চার বিষয় হয়ে গেলেন প্রাক্তন সাংসদ ও রাজ্য যুব মোর্চার সহ সভাপতি অনুপম হাজরা। তিনি লিখেছেন,
‘কাজের মানুষ’ (শুভেন্দু অধিকারী) এর থেকে ‘কাছের মানুষ’ (অভিষেক ব্যানার্জী) কে বেশি গুরুত্ব দিতে গিয়ে তৃণমূল আজ ধ্বংসের পথে…আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলি ও এই জ্বলন্ত উদাহরণ থেকে শিক্ষা নেবে!!! আর এতেই শোরগোল নেটিজেন দুনিয়ায়। সবার প্রশ্ন অন্য দলকে কটাক্ষ করে তিনি কি নিজের দলকেই বার্তা দিলেন! সোজা কথায় বলতে গেলে তিনি কি দিলীপ ঘোষ ও সৌমিত্র খানকে একযোগে বার্তা দিলেন ? গত লোকসভা ভোটের পর থেকেই শুধুমাত্র কোনো লবি না করার জন্য রাজ্য বিজেপিতে কোনো পদ পাননি। রাজ্য যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়ার কথা থাকলেও হেরে যেতে হয় বন্ধুর কাছে। ভেবেছিলেন বন্ধু সৌমিত্র এবার হয়তো যুব মোর্চার সাধারণ সম্পাদক করবেন। কিন্তু সেটাও হয় নি দিলীপ ঘোষের বিরোধিতায় শুধুমাত্র সহ সভাপতির পদ দিয়ে সান্তনা পুরস্কার দেয়া হয়। শোনা যায় তাও নাকি মুকুল রায়ের জোরাজুরিতে। অনুপমের ঘনিষ্ঠ বৃত্তে থাকা বন্ধুরা জানে উচ্চশিক্ষিত অনুপম ভীষণ আত্মসন্মানি ও অভিমানী ।অনুপমের আজকের এই পোস্ট হয়তো সেই অভিমানেরই বহিঃপ্রকাশ ।