মদ খাওয়া নিয়ে বচসা, বাবাকে খুন করল ছেলে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ডব্লু বি সি এস অফিসার না হতে পারার হতাশা থেকে শুরু মদ খাওয়া। আর সেই মদ খাওয়া নিয়েই বচসার জের বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। খাস কলকাতার ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম রাজা দাস। ট্যাংরার বাসিন্দা ওই পরিবারের আর্থিক অবস্থা বড়াবড়ি খারাপ। আর্থিক কারণেই তাই ছেলেকে বেশি দূর পড়াতেও পারেননি তিনি। যদিও ছেলের স্বপ্ন ছিল ডব্লুবিসিএস অফিসার হবে। তবে আর্থিক কারণে তা সম্ভব ছিল না বাবার। তাই ছোটবেলা থেকেই বাবার উপর তার ক্ষোভ ছিল প্রবল। আর সেই থেকেই শুরু করে মদের নেশা। এক পর্যায়ে নিয়মিত মদ খেয়ে বাড়ি ফিরত ওই যুবক। অশান্তি করত। যা নিয়ে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি চলত। রবিবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে রাজা। ছেলের মদ খাওয়া নিয়ে ফের ঝামেলা শুরু হয় দু’জনের মধ্যে। রোজদিনের ঝগড়া থেকে রেহাই পেতে প্রতিবেশীর বাড়ি চলে যান যুবকের মা। সেখানেই ঘুমিয়ে পড়েন। আজ সকলে ঘরে ফিরে দেখেন বারান্দায় পড়ে রয়েছে স্বামী। নজরে পড়ে নাকে জমাট বাঁধা রক্ত। এরপরই ঘরে ঢুকে দেখেন ভিতরে নাক ডেকে ঘুমোচ্ছেন রাজা। এতেই স্থানীয়দের সন্দেহের দৃষ্টি পড়ে ওই যুবকের উপর। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আটক করা হয়েছে রাজাকে।