বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর।
নিউস বেঙ্গল 365, নিউস ডেস্ক: কোটি কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর করল অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। ভাটপাড়া পুরসভার প্রশাসক অভিযোগ করেছেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের রিলিফ ফান্ডে ১০ কোটি টাকা ছিল। সেই টাকার পুরোটাই একটি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আরও অভিযোগ, সরকারি নিয়ম ভেঙে এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিল।এব্যাপারে তদন্ত করতে পুলিশ ইতিমধ্যেই ব্যাঙ্কের নথিপত্র জোগাড় করেছে বলে জানা গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অর্জুন সিং এবং প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং -এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। যদিও আগেই এই সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ অর্জুন সিং।উল্লেখ্য, এর আগে একটি সমবায় ব্যাঙ্কের টাকা নয়ছয় করার অভিযোগে অর্জুন সিং-এর বিরুদ্ধে তজন্ত শুরু হয়েছে। সেই অভিযোগে অর্জুন সিং-এর বাড়িতে তল্লাশিও চালানো হয়।অন্যদিকে , তেলে ভেজাল ও কাগজপত্র সঠিক আছে কিনা, তা খতিয়ে দেখতে শনিবার সাংসদ অর্জুন সিং-এর শ্যামনগরে পেট্রোল পাম্পে হানা দেয় ইবি এবং গোয়েন্দা আধিকারিকরা।