‘আনলক ফোরে’রেল পরিষেবা চালু নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- করোনা মহামারীর মধ্যেই ধীরে ধীরে চালু করা হচ্ছে অনেক পরিষেবা। ৭ ই সেপ্টেম্বর থেকে চলবে মেট্রোও। তবে প্রশ্ন থেকে যাচ্ছে কবে চলবে রেল? এই নিয়েই জল্পনা কল্পনা চলছে । ‘আনলক ফোরে’ রেল চালু হওয়ার কথা শোনা গেলেও কিন্তু এখনও পর্যন্ত রেল পরিষেবা কবে চালু করা হবে তা নিয়ে বোর্ড কর্তৃপক্ষ থেকে এখনও কিছুই শোনা যায়নি।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে, রেল চালু হলেও রেলে বড়সড় রদবদল হতে পারে, এমনটাই জানা যাচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ থেকে। পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যার দরুন বাতিল হয়ে যেতে পারে কমপক্ষে প্রায় ৫০০ কম লাভজনক ট্রেন। পাশাপাশি ১০ হাজার স্টপেজ কমতে পারে। তবে এই নতুন পরিকল্পনায় কোনোভাবেই যাতে ভাড়া না বাড়ে সেদিকেও নজর রাখছে ভারতীয় রেল।
দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় বড়সড় লোকসানের মুখে দাঁড়িয়ে ভারতীয় রেল। তাই যাত্রীদের ভাড়া না বাড়িয়ে অন্য রদবদলের মাধ্যমে আয় করতে চায় রেল। শোনা যাচ্ছে কমানো হবে দূরপাল্লার ট্রেনের স্টপেজ।রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রে ১৫% এবং যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে ১০% গতি বাড়ানো হবে। রেল কর্তৃপক্ষ চাইছে এবার ‘জিরো বেসড টাইমটেবল’ মেনে পরিষেবা চালু করতে এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ২০০ কিলোমিটারের মধ্যে কোনও কোনও স্টপেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া বছরে যে সমস্ত ট্রেনে ৫০ শতাংশ সিট পূর্ণ হয় না, সেই সমস্ত ট্রেন বাতিল করা হবে। সবমিলিয়ে এবার বড়সড় রদবদল হতে চলছে রেলে।