কলকাতা
রাজ্যে পুলিশ দিবস উদযাপন হবে ৮ই সেপ্টেম্বর।
নিউজ বেঙ্গল ৩৬৫:- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার ছুটি ঘোষণা করা হল নবান্নের তরফ থেকে। রাজ্যের সমস্ত সরকারি দপ্তর আগামীকাল ছুটি থাকবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেন। এছাড়াও প্রণববাবুর শেষকৃত্যে দিন সেদিনও রাজ্যে ছুটি থাকবে বলে জানান তিনি। ১) আগামীকাল রাজ্যে সমস্ত সরকারি, সরকার-পোষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।২)রাজ্যে পুলিশ দিবস উদযাপন হবে ৮ই সেপ্টেম্বর, রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার পর।
Attachments area