নিউস বেঙ্গল 365, কলকাতা: বিজেপি ধাপ্পাবাজ, অসভ্য, বর্বর, প্রবঞ্চকের দল বলে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ধাপ্পাবাজি ছাড়া বিজেপির কোনও কাজ নেই। জ্যোতিপ্রিয় মল্লিক প্রশ্ন করেছেন, তারা কি মানুষের পাশে দাঁড়িয়েছে।মানুষকে কি চাল, ডাল দিয়েছে। তিনি আরো বলেন, বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে মানুষের ভোট আশা করে কী করে। তিনি অভিযোগ করেন, বিজেপিতে মহিলাদের সুরক্ষা নেই। জ্যোতিপ্রিয় বলেন, বিজেপির জেলা সভাপতি উন্মত্ত জীবনযাপন করেন, করোনি মোড়ে চলে যান সন্ধে ছটার পরে, সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত তাঁর কী ভূমিকা, দেখতে পাবেন। তিনি বলেন, মহিলারা এতটাই আতঙ্কগ্রস্ত যে নিরাপত্তার দাবিতে বারাসত পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগকে গুরুত্ব না দিয়ে কটাক্ষ করে রাজ্য যুব মোর্চার সহ সভাপতি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, আগে উনাকে বলুন তার বিরুদ্ধে হাইকোর্টে মহিলা ঘটিত যে মামলা চলছে, আগে সেটা সামলাক তারপর অন্য মহিলাদের নিরাপত্তা বা ভালোমন্দের কথা বলবেন। উনাদের রাজত্বে মহিলা তো শুধু একজনই, তিনি মমতা ব্যানার্জী। রাজ্যজুড়ে একের পর এক মহিলাদের উপর ধর্ষণ আর অত্যাচার হচ্ছে আর উনারা সেটা ছোট্ট ঘটনা বলে কাটিয়ে দিচ্ছেন। সুতরাং আমাদের দলে মহিলাদের সুরক্ষা আছে কি না সেটা আমরা উনাদের কাছ থেকে শিখবো না ।