এবার সামনে এল বিজেপি সাংসদের “সেক্স চ্যাট”।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : সামনে এল বিজেপি সাংসদের যৌনতার কাহিনী। এবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সেক্স চ্যাট। আর তা নিযে যথেস্ট বিপাকে গেরুয়া শিবির। আর এস এস ঘনিষ্ট সম্রাট শর্মা চৌধুরী নামক এক ব্যাক্তি ও ই সাংসদের একটি হোয়াটসআপ চ্যাট সামনে আসে।আর তাতেই ফাস হয়ে যায় সাংসদের “পরকীয়া”। দেখা যাচ্ছে, “কৃষ্ণা” নামক এক দলীয় কর্মীকে তিনি বলছেন, এর আগে এত ভাল কাউকে বাসিনি।

তার পাল্টা কৃষ্ণা নামক ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, “শিয়ালদহ স্টেশনের দোতলায় রুম পাওয়া যায় যেতে পারবে?” এমনকি বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে শান্তিপুরে সাংসদের ফাকা বাড়িতেও যাওয়ার কথাও শোনা যাচ্ছে এই সেক্স চ্যাটে। আর এস এসের শাখা সংগঠন নব ভারত নির্মাণের প্রাক্তন কার্যকরী সভাপতি সম্রাট শর্মা চৌধুরী তার নিজের ফেসবুকে এই পরকীয়া প্রকাশ করে। যদিও পরে তা তুলে দেওয়াও হয়।

এই স্কিন শটে দেখা যাচ্ছে সাংসদ জগন্নাথ সরকারকে সম্রাট শর্মা চৌধুরী বলছেন, ” দাদা সব কিছু তো বেড়িয়ে গেল? এবার মুখ দেখাতে পারবেন তো? আপনার বিরুদ্ধে অনেককিছু শোনা যেত। কিন্তু কোন প্রমান ছিল না, তাই সবাই চুপ করে বসে ছিলেন,” এমনকি ওই মহিলার সঙ্গে ভিডিও কলিং এর ছবিও সামনে এসেছে।( যদিও কোনটারই সত্যতা যাচাই করেনি নিউজ বেঙ্গল ৩৬৫)।

আর গোটা বিষয় নিয়ে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে এই গোটা বিষয়টিকেই চক্রান্ত বলে দাবি সাংসদের। তার বক্তব্য, ” গোটাটাই তৃণমূলের চক্রান্ত। পুরো চ্যাট টাই ফোটোশপে তৈরি করা। ওদের সঙ্গে হাত মিলিয়েছে সম্রাট শর্মা চৌধুরী। ওর সঙ্গে আরএসএস বা বিজেপির কোন যোগাযোগ নেই।” এমনকি গোটা ঘটনায় সাংসদের প্রাক্তন পিএ প্রসেনজিত সরকার ও জড়িত বলে দাবি জগন্নাথ সরকারের।
6 Attachments