কলকাতা
বেশি দামে আলু বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।
নিউজ বেঙ্গল ৩৬৫ :- পাইকারি বাজারে আলুর দাম কেজি প্রতি ২২ টাকার বেশি নেওয়া যাবে না বলে রাজ্য সরকার হুঁশিয়ারি দিয়েছে । কোথাও এর থেকে বেশি দামে আলু বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও কথা ঘোষণা করা হয়েছে। নবান্নে আজ ক্রমবর্ধমান আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সংগঠন গুলিকে বৈঠকে ডাকা হয়। সেখানেই সরকারের এই সিদ্ধান্তের কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকার পাইকারি বাজারে আলুর দাম কমানোর ওপর বেশি করে গুরুত্ব দিচ্ছে। কারণ পাইকারি বাজারে আলুর দাম কমলে খুচরো বাজারে তার প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।