নিউজ বেঙ্গল ৩৬৫:- গত বছরের ২৪ ডিসেম্বরের ঘটনা। বিকেল চারটে নাগাদ উল্টোডাঙ্গা থানায় এক মহিলা অভিযোগ জানান যে লোকনাথ মণ্ডল ওরফে বাপন নামে তাঁরই এক প্রতিবেশী যুবক তাঁর ৯ বছরের শিশুকন্যাকে ভুলিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন-হেনস্থা করেছে।
অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু করে উল্টোডাঙা থানার বিশেষ টিম। তদন্তের ভার পান সার্জেন্ট প্রতীক সিংহ। শিশুটির অভিভাবক এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ২৪ তারিখেই গভীর রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত লোকনাথ মণ্ডলকে। পকসো (The Protection of Children from Sexual Offences Act) আইনে তার নামে মামলা দায়ের করা হয়। ২০২০-র ২ জানুয়ারি, মাত্র ৯ দিনের মাথায় তদন্ত শেষ করে শিয়ালদহের পকসো আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। অবশেষে এই মামলার রায় বেরিয়েছে গত পরশু। লোকনাথ মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক। পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে অপরাধীর। দ্রুত এবং নিখুঁত তদন্তের জন্য আদালতের রায়ে প্রশংসিত হয়েছেন তদন্তকারী অফিসার সার্জেন্ট প্রতীক সিংহ।