নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : শেষ পর্যন্ত কি প্রদীপ ভট্টাচার্য পেতে চলেছেন বঙ্গ কংগ্রেসের সেনাপতি? এআইসিসি সুত্রে খবর সোমেন মিত্রের পর রাজ্যে কংগ্রেসের সভাপতির চেয়ারে বসতে চলেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সূত্রের খবর প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে কংগ্রেস হাইকমান্ডের প্রথম পছন্দ ছিল অধীর চৌধুরী থাকলেও, এই মুহুর্তে লোকসভার দলনেতা ও পাবলিক একাউন্ট কমিটির মত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে প্রদেশের দায়িত্ব নিতে রাজি নন বহরমপুরের সাংসদ। আর তাই তারই বিকল্প হিসাবে এর আগেও সভাপতি থাকা প্রদীপ ভট্টাচার্যকেই বেছে নিয়েছে এ আই সি সি। উল্লেখ্য, আর কয়েকমাস বাদেই নির্বাচন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম-কংগ্রেস জোটের অন্যতম কারিগর প্রদীপ ভট্টাচার্যকে সভাপতির দায়িত্ব দিচ্ছে হাইকমান্ড।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
বারুইপুরের হোটেলে একান্তে আলাপচারিতায় বাবুল, শুভেন্দু ও কুনাল।
February 23, 2021