“বহুজন হিতায়, বহুজন সুখায়”
নিউজ বেঙ্গল 365, কলকাতা: – আজ আকাশবাণী কলকাতা কেন্দ্রের জন্মদিন ১৯২৭ এর ২৬শে আগষ্ট , ভারতবর্ষের দ্বিতীয় বেতার কেন্দ্র হিসাবে কলকাতা বেতারের পথ চলা শুরু হয়েছিল আজ এই দিনে। “বহুজন হিতায়, বহুজন সুখায়” বার্তা নিয়ে আকাশবাণী কলকাতা কাজ করে চলেছে জনসচেতনতা , জনশিক্ষার প্রসারে।