
নিউজ বেঙ্গল ৩৬৫,কলকাতা:- বর্তমান মুখ্য সচিব রাজিব সিনাহা এই মাসের শেষের দিকে অবসর নিলে কে ওই পদে যাবেন এই প্রশ্ন নবান্নের ও আমলা মহলে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে গিয়েছে ।বিভিন্ন মহল সূত্রে খবর বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওই পদে যাবার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা গেছে । প্রবীণ আইএ এস অফিসার বর্তমানে তথ্য সংস্কৃতি দফতরের ও সচিব। দক্ষ্ তার সহিত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছেন। সূক্ষ্ম বুদ্ধির অফিসার বলেই আমলা ও রাজনৈতিক মহলের কাছে তিনি পরিচিত। অনেকেই আবার তাঁকে প্রয়াত মুখসচিব রথীন সেনগুপ্তের সঙ্গে তুলনা করেন।নরেন্দ্রপুর রামকৃষ্ণ স্কুলের ছাত্র এবং প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্র আলাপনবাবু সাংবাদিক হিসেবে প্রথম কর্মজীবন শরু করেছিলেন। চমৎকার খবর লেখার জন্য তিনি সে সময়েই যথেষ্ট সুপরিচিত ছিলেন।আলাপনবাবু সাংবাদিকতা ছেড়ে আইএএস পরীক্ষায় বসেছিলেন। বাম জমানায় তিনি সরকারি অফিসার হিসেবে যোগ দেন । বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকা কালীন তাঁকে বেশ পছন্দ করতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি আলাপনবাবুকে কাজের সুযোগ দিয়েছিলেন।তৃণমূল ক্ষমতায় আসার পরেও তার গুরুত্ব আরও বাড়তে থাকে। করোনা মহামারী সহ কয়েকটি পরিস্থিতির মোকাবিলায় আলাপনবাবু সফল ভাবে সম্পন্ন করেছেন। এই অবস্থায় তিনিই দৌড়ে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন মহলের ধারণা।