
সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলী এবং হাওড়ার পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। করোনা পরিস্তিতি, একশো দিনের কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাঝে মুখ্যমন্ত্রী হটাৎ বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খানের খোঁজ করেন। তাকে মমতা ব্যানার্জী প্রশ্ন করেন কি ব্যাপার ? প্রোমোশনের এখনো তো দেরি আছে, সময় কি দিচ্ছ না? পুলিশ সুপার বলেন, তিনি সময় দিচ্ছেন। রশিদ মুনির খানের উত্তর পেয়ে আচমকা মুখ্যমন্ত্রী আবার প্রশ্ন করেন আমি বেশিদিন থাকবো না এই ভেবে সময় কম দিচ্ছ না তো ? অপ্রস্তুত পুলিশ সুপার হাসিমুখে উত্তর দেন, আপনি থাকবেন ম্যাডাম । আপনি থাকবেন না কেন। বৈঠকে উপস্থিত আধিকারিকদের বিব্রত অবস্থায় দেখে মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন। তিনি বলেন, না না তুমি এসপি থেকে ডিআইজি হয়ে যাবে তাই ওই জেলায় বেশিদিন থাকবে না ধরে নিয়ে সময় কম দিচ্ছ না তো ? তার প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান তিনি পূর্ণ সময় দিচ্ছেন।