নিউস বেঙ্গল 365, কলকাতা :ভাগ্যের চাকা ঘুরছে ?যোগ্যতার দাম কি এবার সত্যি সত্যি পাবেন ? সময়ের সাথে সাথে মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে আসল চিত্র। তবু বর্তমান পরিস্থিতিতে দলমত নির্বিশেষে রাজনৈতিক জ্ঞানসম্পন্ন মানুষ কিন্তু তাকিয়ে আছে মুকুল রায়ের ভাগ্যের দিকে তথা তার রাজনৈতিক ভবিস্বতের দিকে। একথা অনস্বীকার্য যে, আগামী বিধানসভা ভোটে মুকুল রায় ‘ফ্যাক্টর’ ।
বর্তমান বঙ্গ রাজনীতিতে বিজেপি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রচারের তুঙ্গে নিয়ে গিয়ে নিজেদের অনেকটাই সুবিধাজনক জায়গায় নিয়ে গেছে । তৃণমূল চেষ্টা করছে তাদের ভাঙাঘর রক্ষা করতে । রাজনৈতিক বিশেষজ্ঞমহলের ধারণা, এই ঘর রক্ষার কাজে তৃণমূলকে সাহায্য করছে বিজেপি ! হা চমকে যাওয়ার মতো শোনালেও এটাই সত্যি । কেননা মুকুল রায়ের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে কোনো দলেরই নেতা কর্মীরা বিজেপিতে যাওয়ার কথা চিন্তা করতে ভয় পাচ্ছে । প্রত্যেকেরই অভিমত, মুকুল রায়ের মতো নেতা যদি তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে ব্রাত্য থাকেন তাহলে তাদের মতো নেতা কর্মিদের কি হবে। ঠিক এই জায়গাতেই টিএমসির ‘অ্যাডভান্টেজ’ । তারা মনে প্রাণে চাইছে মুকুল রায়কে যেন তৃণমূল ‘গুরুত্ত্ব’ না দেয় ।
অন্যদিকে প্রাক্তন রেলমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের লোকজন বহুবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করেছেন তাদের দাদার জন্য । তারাও ভালো করে জানেন তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যত অস্তিত্বের সংকটে পরে যাবে, তাই বিজেপি কে ক্ষমতায় আন্তে মুকুল রায়কে লাগবেই । কারণ তার রাজনৈতিক ভবিষ্যাৎ দেখেই টিএমসির বহু হেভিওয়েট নেতা মন্ত্রীরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন ।
তাহলে মুকুল রায় কি পাবেন তার যোগ্যতার দাম ?কোটি টাকার এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যাস্ত সবাই।
দিল্লির ক্ষমতার অলিন্দ্যে ঘুরে বেড়ানো এক প্রভাবশালী বিজেপি নেতা জানালেন, মুকুল রায়ের গুরুত্ত্ব কেন্দ্রীয় নেতৃত্ত্ব উপলব্ধি করেছে ।তার যোগ্যতা নিয়ে কখনই কেও সন্দেহ প্রকাশ করেনি । তিনি জাতীয় নেতা, তাই জাতীয় নেতার মতোই দায়িত্ত্ব পাবেন । খুব শীগ্রই কাঁচরাপাড়ার বিখ্যাত নেতা পাবেন তার যোগ্য সন্মান । তথ্যাভিজ্ঞ মহলের ধারণা, প্রাক্তন রেলমন্ত্রীকে অমর সিং এর মৃত্যুর পর খালি হয়ে যাওয়া আসন থেকে রাজসভার আসন্ন নির্বাচনে মনোনয়ন দেয়া হবে । নিশ্চিত এই আসনে মকুল রায়কে জিতিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী করে বাংলা থেকে 18 জন সাংসদ উপহার দেয়ার মূল কারিগরকে স্বীকৃতি দেয়া হবে ।
যদিও সবকিছুই নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর তথাপি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা সত্যি যদি মকুল রায়কে উত্তরপ্রদেশ থেকে রাজসভায় পাঠিয়ে পূর্ণমন্ত্রী করা হয় তাহলে কিন্তু বাংলার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে কয়েকধাপ পিছনে ফেলে দেবে । যদিও সময় এর উত্তর দেবে ।