কলকাতা: দুর্গাপুজো শেষ হওয়ার পর শনিবার কার্নিভালও শেষ হয়ে গিয়েছে। কিন্তু কার্নিভ্যাল শুরুর সকালে এই উৎসব বন্ধের আর্জি এসেছিল কবীর সুমনের কাছ থেকেও। সোশ্যাল পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্নিভ্যাল এবছরের জন্য বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা শিল্পী।
ফেসবুক পোস্টে শিল্পী লিখেছেন, ”মাননীয়া, আমি তোমার বিরোধী নই। মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যে জনহিতকর কাজগুলি তুমি করেছ, করে চলেছ সেগুলির তুলনা নেই। আজ আমার একটি অনুরোধ: মালবাজারে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সহনাগরিকদের যে আকস্মিক প্রাণহানি ঘটল তা মনে রেখে তুমি অনুগ্রহ করে আজকের কার্নিভাল বাতিল করে দাও। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার কোনটা করণীয় কোনটা করণীয় নয় তা বলে দেবার আমি কে? তিয়াত্তরে চলতে থাকা তোমার এক সহনাগরিক হিসেবে আমি তোমায় অনুরোধ করতে পারি মাত্র। সনির্বন্ধ অনুরোধ: মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাঁদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো।
মাননীয়া, আমি সেই লোকটা যে – তোমার আজকের ভক্ত স্তাবকরা যখন তোমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছিল – নিজের টিভি অনুষ্ঠান- সঞ্চালকের চাকরির তোয়াক্কা না করে তোমার অনশন মঞ্চে ছুটে গিয়েছিল, তোমার পক্ষ নিয়েছিল। এক পাও নড়েনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা, আজ মহাশ্বেতা দেবী থাকলে আমার ধারণা একই অনুরোধ জানাতেন।
অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে। বিনীত সহনাগরিক কবীর সুমন।”
আর এই পোস্টের পরই শুরু হয়েছে বিভিন্ন রকম রাজনৈতিক জল্পনা।