বিশ্ব
ওহিওতে নির্বাচনী প্রচারসভায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের দিন এগিয়ে আসছে। আগামী নভেম্বর 59 তম রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প বা ডেমোক্রেটিক প্রার্থী জো বিডেন কেওই পিছিয়ে নেই প্রচারে। আজ ওহিওতে নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ডোনাল্ড জে ট্রাম্প। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘ওহিওতে হাজার হাজার অনুগত, কর্মনিষ্ঠ, দেশপ্রেমিকদের মধ্যে আস্তে পেরে আমি শিহরিত।’ তিনি আরো লেখেন, ‘আমরা আবার 4 বছরের জন্য জিতে হোয়াইট হাউস এ থাকবো।আপনার ভোট নিশ্চিত করুন।’