করোনা ভ্যাকসিন যেন ধনীদের একায়ত্ত না হয়ে যায়: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

নিউজ বেঙ্গল ৩৭৫ ডেস্ক:- করোনা ভ্যাকসিন যেন ধনীদের একায়ত্ত না হয়ে যায়, সে ব্যাপারে আগে থেকেই সতর্ক করে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । এখন থেকেই তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন সরকারকে। পাশাপাশি যাঁদের কো-মরবিডিটি রয়েছে, তাঁদের আগে ভ্যাকসিন প্রয়োজন, এখন থেকেই তালিকা তৈরি করে রাখারও পরামর্শ দিয়েছেন।
করোনা মহামারী প্রসংগে কেয়ার নেটওয়ার্ক আয়োজিত এক আন্তর্জাতিক পর্যালোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ একথা জানিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছেনও তিনি। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বলেছেন কলকাতা পুরসভা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে কো-মরবিডিটি কাদের রয়েছে, তার সন্ধানে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তুলনামূলকভাবে পৃথিবীর ইতিহাসে অন্য রোগের তুলনায় করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরির কাজে মাত্র ৭-৮ মাসের অগ্রগতি যথেষ্টই ভাল হয়েছে। জরুরি ভিত্তিতে এখনই এই ভ্যাকসিন প্রয়োগ করা যায় কি না এবং ভ্যাকসিনই কি করোনার একমাত্র উত্তর হবে কিনা সে সম্পর্কে এবং বিভিন্ন বিষয় নিয়ে এই ওয়েবনিয়ারে আলোচনা ও হয়েছে।