পিয়াঁজ রপ্তানি পুনরায় শুরু করার অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিলো বাংলাদেশ।

নিউস বেঙ্গল 365, ঢাকা: মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে নিউ দিল্লিকে চিঠি পাঠিয়ে পিয়াঁজ রপ্তানি আবার শুরু করার অনুরোধ জানালো ঢাকা। গত ১৪ই
সেপ্টেম্বর হটাৎ করে ভারত সরকারের তরফ থেকে পিয়াঁজ রপ্তানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে উদ্বেগে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, দুই নিকট প্রতিবেশীর চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নিয়ে পুনরায় পিয়াঁজ রপ্তানি শুরু করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, যদি রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না যায়, তাহলে পেঁয়াজ আমদানির জন্য এর মধ্যেই যেসব এলসি খোলা হয়ে গেছে, সেগুলি যেন ছাড় দেয়া হয়। কয়েকশ পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় বিভিন্ন সীমান্তে আটকে রয়েছে। এ বছরের ১৫ ও ১৬ জানুয়ারি দুই দেশের বাণিজ্যসচিবদের বৈঠকে বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল ভারতকে, প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রপ্তানি বন্ধ না করার জন্য, একান্তই যদি বন্ধ করতেই হয় তবে সেই বিষয়ে আগে থেকে যেন জানানো হয় বাংলাদেশকে। বুধবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বর্তমানে দেশে ৫ লক্ষ টন পিয়াঁজ মজুত রয়েছে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে তুরস্ক ও মিসর থেকে অল্প কয়েকদিনের মধ্যেই দেশে পিয়াঁজ এসে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, অনেক পরিমানে পিয়াঁজ মজুত করার পরিকল্পনা করা হয়েছে যাতে ভবিষ্যতে পিয়াঁজ সরবরাহে কোনো ঘাটতি না হয়।