11 বছর বাদে লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ছে এয়ার ইন্ডিয়ার বিমান

নিউস বেঙ্গল 365, লন্ডন,আয়ুষ্মান সান্যাল: 11 বছর বাদে বুধবার লন্ডনের স্থানীয় সময় ঠিক দুপুর 12 টায় এয়ার ইন্ডিয়ার বিমান এআই 1150 হিথরো বিমান বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। উল্লেখ্য, 2009 সালে এয়ার ইন্ডিয়া ও ব্রিটিশ এয়ারওয়েস কলকাতা লন্ডনের মধ্যে বিমান পরিষেবা উঠিয়ে নিয়েছিলো। আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় দুপর 12 টায় লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে বিমানটি ছেড়ে বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর 2.20 মিনিটে কলকাতা এসে পৌঁছাবে এবং আবার সকাল 6.20 মিনিটে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক আশা করে আপাতত বন্দে ভারত মিশনের আওতায় এই রুটে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত পাঁচ সপ্তাহের জন্য চালু করা হলেও ভবিষ্যতে দুই শহরের মধ্যে নিয়মিত উড়ান চালু করা হবে।
A very good news for all the Indian diasporas and all the tourists.
Than you newsbengal.com
Thank you for your comment.