আইএসআই তে অফিসার’ হিসাবে নিযুক্ত রয়েছে হিজবুল মুদাহিদ্দিনের জঙ্গি নেতা ‘ওয়ান্টেড’ সালাহউদ্দিন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ভারতীয় গোয়েন্দাদের খবর অনুযায়ী, এক পাক নথি বিস্ফোরক দাবি করছে যে , পাকিস্তানের গুপ্তচর বিভাগ, আইএসআই তে অফিসার’ হিসাবে নিযুক্ত রয়েছে হিজবুল মুদাহিদ্দিনের জঙ্গি নেতা ‘ওয়ান্টেড’ সালাহউদ্দিন। বিশ্বমঞ্চে পাকিস্তানেরই এই নথি ইমরান সরকারের মুখোশ টেনে খুলে ফেলে দিল। পাকিস্তানের একটি সরকারি সার্টিফায়েড নথিতে জানানো হয়েছে, সালাহউদ্দিন পাকিস্তানের গুপ্তচরবাহিনীর একজন আধিকারিক। এমনকি, সরকারি ভবনে জঙ্গি নেতার গাড়ি যাতে আটকানো না হয়, তারজন্যও ইমরান সরকারের তরফে একটি নির্দেশিকা ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, সালাহউদ্দিনের গাড়ি আইএসআই দফতরে ঢুকতে গেলে যেন বিনা বাধায় ছেড়ে দেওয়া হয়। ওই নির্দেশিকা ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা আছে।হিজবুল প্রধান সালাহউদ্দিন ভারত ও আমেরিকার মতো দেশে সন্ত্রাসবাদী হিসাবে তকমা পেয়েছে। লস্কর ও জইশকে সঙ্গে নিয়ে হিজবুল মুদাহিদ্দিন ইউনাইটেড জিহাদ কাউন্সিল চালু করেছে। সালাহউদ্দিন নিজে সেই জিহাদ কাউন্সিলের প্রধান। এছাড়াও পুলওমার ঘটনায় হিজবুলের আর্থিক যোগও ইডি প্রকাশ্যে এনেছে।আর সেই জঙ্গি নেতা সালাহউদ্দিনকে বহাল তবিয়তে পাকিস্তান সরকার গুপ্তচর বিভাগে অফিসার হিসাবে নিযুক্ত করার খবর প্রকাশ্যে আসতেই ভারত ইমরান সরকারকে বিশ্বের দরবারে নাস্তানাবুদ করতে প্রস্তুতি নিচ্ছে।