স্বাস্থ্য
বিশ্বে প্রথম কোভিড ভ্যাকসিন টিকা নিলেন যুক্তরাজ্যের 90 বছর বয়সী মার্গারেট কিনান।
আয়ুষ্মান সান্যাল, নর্থ হ্যারো, লন্ডন, নিউস বেঙ্গল 365: বিশ্বে প্রথম ব্যাক্তি হিসাবে সর্বপ্রথম ফাইজার / বায়ো এনটেক কোভিড ভ্যাকসিন টিকা নিলেন যুক্তরাজ্যের 90 বছর বয়সী মার্গারেট কিনান। ইংল্যান্ডের কোভেন্ট্রির ইউনিভার্সিটি হসপিটালে স্থানীয় সময় সকল 6 টা 20 মিনিটে তাঁর দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। নর্দান আয়ারল্যান্ডের বাসিন্দা আগামী সপ্তাহে 91 বছর বয়েসে পা দেবেন। ভ্যাকসিন নেয়ার পর মার্গারেট কিনান জানান, ‘জন্মদিনের পূর্বে এটা সেরা উপহার’। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে 24 বছর ধরে পরিষেবা দেয়া ফিলিপিনো নার্স মে পারসনস 90 বছরের কিনানকে ইনজেকশন দেন।