দেশে করোনায় আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩৫ লক্ষ। একদিনে আক্রান্ত ৭৮ হাজারের উপর।
নিউস বেঙ্গল 365, নিউদিল্লী: গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৭৮৭৬১ জন। মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। এখনো পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫,৪২,৬৩৩ জন। মোট মৃত্যু হয়েছে ৬৩,৪৯৮ জনের।রবিবার সকালে, স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশে এখনও পর্যন্ত ২৭,১৪.৩৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৭৬.৪৭ শতাংশ। দেশে পরপর ৪ দিন মৃত্যুর সংখ্যা ১ হাজারের ওপরে থাকার পর রবিবারে কিছুটা কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শতাংশের নিরিখে মৃত্যুর হার ১.৮১%।দৈনিক আক্রান্তের নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তারপর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে দিল্লি এবং সপ্তমস্থানে পশ্চিমবঙ্গ। মৃত্যুর নিরিখে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই যথাক্রমে রয়েছে, তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং গুজরাত।